বিইউবিটিতে অনুষ্ঠিত হলো আন্ত:বিভাগ ও আন্ত: অনুষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪

0
44
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো আন্ত:বিভাগ ও আন্ত: অনুষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো আন্ত:বিভাগ ও আন্ত: অনুষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক

২৭-৩১ অক্টোবর, ২০২৪ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো ছেলেদের আন্ত:বিভাগ ও মেয়েদের আন্ত:অনুষদ টুর্নামেন্ট ২০২৪। বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের অংশগ্রহণে মুখরিত ছিলো বিইউবিটি স্পোর্টস কমপ্লেক্স। টুর্নামেন্টে অর্থনীতি, বিবিএ, ইইই, টেক্সটাইল, সিএসসি, সিভিল, আইন ও ইংরেজি বিভাগ অংশগ্রহণ করে।

আন্ত:বিভাগের ফাইনালে বিবিএ কে পেনাল্টিতে (৪-২) পরাজিত করে টুর্নামেন্ট সেরা হয় সিএসসি বিভাগ। অপরদিকে মেয়েদের খেলায় ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস হয় আইন অনুষদ। বিইউবিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।