ডেস্ক রিপোর্ট
ভারতে কিশোরী ধর্ষণ মামলায় আদালত জনপ্রিয় ধর্মগুরু আশারাম বাপুকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। বুধবার যোধপুরের বিশেষ আদালত এ রায় দেয়। তার আইনজীবী এ কথা জানান। এর আগে কিশোরী ধর্ষণের অভিযোগে আদালত বাপুকে (৭৭) দোষী সাব্যস্ত করে। আইনজীবী রাজেন্দ্র সিং আদালত প্রাঙ্গণে বলেন, আশারাম বাপুকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। এ ছাড়া এক নারীসহ অপর দুইজনকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়।
পাঁচ বছর আগে ২০১৩ সালে ২০১৩ সালে যোধপুরের কাছে নিজের আশ্রমে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই ধর্মগুরুর বিরুদ্ধে। ২০১৩ সালে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার হওয়ার পর থেকে যোধপুর কারাগারেই রয়েছেন আসারাম। ১২ বার জামিনের আবেদন করলেও প্রতিবারই তার আবেদন খারিজ হয়।
Pic: NDTV