স্টাফ রিপোর্টার
পাঁচদফা দাবিতে নড়াইলে সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। রোবাবর (২৯ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুর্নবহাল, সরকারী দপ্তরে আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত জনবলের নিয়মিতকরণ, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ ৫ দফা পূরণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ কামরুল গাজী, সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সাইদ তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মুশিদুল আলম মুরাদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক আনজুমান আরা জানান, বিষয়টি গুরুত্বের সাথে যথাযথ কর্তৃপক্ষের কাঠে পাঠানো হচ্ছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন।