স্টাফ রিপোর্টার
নড়াইলের বিভিন্ন পূজামন্ডপে বৃহস্পতিবার সন্ধ্যার পর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গেৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুক্রবার মহাষষ্ঠী। মন্ডপে মন্ডপে চলছে মহাষষ্ঠীর পূজাঁ। জেলার তিনটি উপজেলার ৫৮২টি পূজামন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। পূজামন্ডপগুলিতে দর্শনীয় তোরণ নির্মাণ ও আলোকসজ্জ্বা করা হয়েছে।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি পূঁজা উদযাপন কমিটি কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।