আবরার হ*ত্যায় আদালতে ১৬৪ ধারায় প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ইফতি

0
10

নিউজ ডেস্ক

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হ*ত্যা মামলায় ঢাকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ইফতি মোশাররফ। বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বুয়েট ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক ছিলেন ইফতি মোশাররফ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।

আদালত সূত্র বলছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরের পর ইফতিকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবেদনে বলা হয়, আসামি ইফতি মোশাররফ বুয়েটের ছাত্র আবরার হ*ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে চান। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি ইফতি মোশাররফের জবানবন্দি রেকর্ড করেন আদালত।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাযহারুল ইসলাম গণমাধ্যমে জানান, আসামি ইফতি মোশাররফ আবরার ফাহাদ হ*ত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। রোববার রাত আটটার দিকে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয় একই হলের ২০১১ নম্বর কক্ষে। অভিযোগ আছে, পরে তাঁকে পিটিয়ে হ*ত্যা করেন আসামিরা। আবরার ফাহাদ হ*ত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরই মধ্যে পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১৩ জনকে রিমা*ন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।