ডেস্ক রিপোর্ট
বজ্রপাতে সারাদেশে আজ (রোববার) ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন। নোয়াখালী জেলার পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ৫ম শ্রেণীর ছাত্র ইকবাল হাসনাত বজ্রপাতে মারা গেছেন। বাড়ির পাশে খোলা মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরা সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের কাজিপুর, শাহজাদপুর ও কামারখন্দে বজ্রপাতে পিতা-পুত্রসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-কাজিপুরের চরাঞ্চল ডিগ্রি তেকানী গ্রামের মৃত পারেশ মন্ডলের ছেলে শামছুল মন্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪), শাহজাদপুর উপজেলা ছয়আনি গ্রামের ফারুক খানের ছেলে নাবিল (১৭) ও রাশেদুল ইসলাম ছেলে পলিন (১৫) এবং কামারখন্দের পেস্তক কুড়া গ্রামের মৃত আহের মন্ডলের ছেলে কাদের হোসেন (৩৭)।
এছাড়া, মাগুরা জেলায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নওগাঁয় একজন, গাজীপুরে একজন, রাঙ্গামাটিতে একজন, সুনামগঞ্জে একজন বজ্রপাতে মারা গেছেন। এছাড়া, বিভিন্ন জেলায় ১৩ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।