আজ দিবাগত রাতে পবিত্র শবেবরাত

10
18

নিউজ ডেস্ক

আজ মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত। মহান আল্লাহর রহমত লাভের আশায় বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমান নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদতের মধ্য দিয়ে এই রাতটি অতিবাহিত করবেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ রজনীতে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বস্তরের মুসলমানগণ শবেবরাত পালন করবেন। বরাত উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষরা নফল রোজাও পালন করবেন। রাতভর এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও এই পবিত্র রাতে মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করে থাকেন মুসলমানগণ।