আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন, স্বপদে সভাপতি-সম্পাদক

1
629

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজরা আমাদের নজর দারিতে আছে। দলে শু’দ্ধি অভিযান চলছে, দুর্নীতিবাজদের কোনো ছাড় দেয়া হবে না। সময় মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলে সৎ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ এ বক্তব্যকালে প্রধান অতিথি ওবায়দুল কাদের একথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স’ন্ত্রাস, দুর্নীতি, মা’দক ও চাঁ’দাবাজির বিরু’দ্ধে শু’দ্ধি অভিযান শুরু করেছেন। এ শু’দ্ধি অভিযান সবাই মিলে সফল করতে হবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিকে না বলুন, স’ন্ত্রাসকে না বলুন, মা’দককে না বলুন, টেন্ডা’রবা’জিকে না বলুন, চাঁ’দাবাজিকে না বলুন।

ওবায়দুল কাদের বলেন, বিত’র্কিতদের দলে টানবেন না। আওয়ামী লীগে হায়ার করা কর্মীদের আনার দরকার নেই। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে আত্মীয় স্বজনকে আওয়ামী লীগের কমিটিতে আনা চলবে না। ত্যাগী দলীয় নেতা-কর্মীদের কোনভাবেই কোনঠাসা করা চলবে না। দু:সময়ের কান্ডারী কর্মীদের যথাযথ মূল্যায়ন করে দলে তাদের যথযথ স্থানে ঠাঁই দিতে হবে।দলীয় সভা-সমাবেশে ব্যানার, পোষ্টার, ফেষ্টুন, তোরণ কম বানিয়ে সেই টাকা অসহায়-দু:স্থ নেতা-কর্মীদের পেছনে ব্যয় করার পরামর্শ দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দূরের স্বপ্নকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাছে নিয়ে এসেছেন। পদ্মা সেতু নির্মাণ, ঘরে ঘরে বিদ্যুৎ, রূপপুর পারমানবিক বিদ্যুতকেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর স্থাপন, ঢাকায় মেট্রোরেল চালুর পদক্ষেপ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, সমুদ্র বিজয়সহ নানা উন্নয়ন এর প্রমাণ বহন করে।দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষ’মতায় আছেন বলে উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে জাতির পিতার হ’ত্যাকারীদের এবং যুদ্ধাপ’রাধীদের বিচারের আওতায় আনা সম্ভবপর হয়েছে।

মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ঘা’তকরা বঙ্গবন্ধুকে হ’ত্যা করে সেদিন ভেবেছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে। কিন্তু ঘাত’করা সেটা পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু চিরভাস্বর হয়ে থাকবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের দু:সময়ের সাহসী কান্ডারী বলে তিনি উল্লেখ করেন। তিনি (ওবায়দুল কাদের) আজ মঙ্গলবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। সম্মেলন উপলক্ষে কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে নৌকার আদলে সুদৃশ্য মঞ্চ তৈরি করা হয়।

সম্মানীত অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈ’রাজ্য সৃষ্টির চেষ্টা করলে দাঁতভা’ঙ্গা জবাব দেয়া হবে। নৈ’রাজ্য সৃষ্টি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শি’কারের চেষ্টা করছে।বিএনপি বিচার মানে না, আদালত মানে না। বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে, আমরা তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। কিন্তু তারা যদি আন্দোলনের নামে নৈ’রাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে সমুচিত জ’বাব দেয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সম্মানিত বক্তা ছিলেন শেখ তন্ময় এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা।

বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস। সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

সম্মেলন শেষে নতুন কমিটির সভাপতি হিসেবে বর্তমান সভাপতি এ্যাভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, যুগ্ন-সাধারন সম্পাদক হিসেবে পৌর মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।