স্টাফ রিপোর্টার
‘দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, র্যালি ও আলোচনা সভা। শুক্রবার সকালে নড়াইল প্রেসক্লাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দৈনিক দেশ রূপান্তরের শুভ কামনা জানিয়ে বলেন, ‘ দৈনিক দেশ রূপান্তর প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই দেশের অসংখ্য পত্রিকার মধ্যে ষষ্ঠস্থান দখল করে নিয়েছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকাটির মুল্য ৫টাকা হলেও ১২পৃষ্ঠার এই পত্রিকায় আর্ন্তজাতিক, জাতীয়, জেলা ও তৃণমুল পর্যায়ের সংবাদের পাশাপাশি খেলাধুলা, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সহ সব ধরণের খবর পাওয়া যায়। আগামীতে পত্রিকাটি যাতে আরো পাঠক প্রিয় হয় সেজন্য শুভ কামনা করা হয়।
কর্মসূচিতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলু, কোষাধ্যক্ষ মিরাজ খান, দৈনিক দেশ রূপান্তরের নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার, সাংবাদিক শরিফুল ইসলাম বাবলু, হাফিজুল নিলু, ইমরান হোসেন, শুভ সরকার, এসকে সুজয় বিশ্বাস সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিতি ছলেন।
এছাড়া বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, নড়াইল সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক মায়া রানী বিশ্বাস, সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায়, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক এসএম আকরাম শাহীদ চুন্নু, স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের সদস্য সচিব গোলক চন্দ্র বিশ্বাস, পৌর কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, তরিকুল ইসলাম সাথী তালুকদার, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।