চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত

129
19

নিউজ ডেস্ক

আজ রবিবার (৬ মে) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর দেশের ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার গিয়ে দাড়িয়েছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। আজ সকাল ১০ টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডেও নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd

থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

গত বছরের তুলনায় এবছরের পাসের হার ২ দশমিক ৫৮ শতাংশ বেশি। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২৬ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ অর্জন করেছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। এসএসসিতে আটটি শিক্ষাবোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ। উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সারাদেশে মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতাধীনে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।