স্টাফ রিপোর্টার
নড়াইলে জেলা আইনগত সহায়তা কমিটির সাথে সেবা গ্রহিতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাচতে শেখার আয়োজনে শহরের চিত্রা আবাসিক হোটেলের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাঁচতে শেখার প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট মটর কান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিনিয়র দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার পশুপতি বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, ওসি অপারেরশন সুকান্ত সাহা, শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল আহম্মেদ, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন সহ সেবা গ্রহিতাগণ।
বক্তারা বলেন, বর্তমান সরকার দীর্ঘ্যদিন যাবত বিনামূল্যে আইন সহায়তা দিয়ে যাচ্ছে কিন্তু প্রচারের জন্য সাধারন জনগন সুফল পাচ্ছেনা। তাই সকলের উচিত সরকারের জেলা আইনগত সহায়তা কমিটির কার্যাবলী সম্পর্কে সকলকে অবহিত করা।