স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে এনজিও ও সামাজিক সংগঠনের সমন্বয়ে নেটওয়াকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯জানুয়ারী) সকাল ১০টায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ কর্মশালার আয়োজন করে যশোর বেসরকারী মানবাধিকার সংগঠন ‘রাইটস’ ।
রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার আহম্মেদ আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল,প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ ও শেখ আনিচুর রহমান, সাংবাদিক ফসিয়ার রহমান প্রমুখ।
বাল্যবিয়ে প্রতিরোধে আইনের কার্যকরী ভূমিকা রাখা,সামাজিক যোগাযোগ মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধ টার্স্কফোর্স গঠন, ইউনিয়নের নারী নির্যাতন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি জোরদার, শিশুদের বিয়ে এবং স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে স্কুল ক্যাম্পেইন, অভিভাবক সভায় বাল্য বিয়ের কুফল তুলে ধরা সহ ১৫টি সুপারিশ প্রণয়ন করা হয়।