স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়ায় একটি ক্লিনিকের ছাঁদ থেকে পড়ে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। মাত্র ৬ দিনের শিশু সন্তান রেখে মায়ের ছাঁদ থেকে পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা মুখি সন্দেহ ও গুঞ্জন। বুধবার বিকলে উপজেলা চত্বরে অবিস্থিত সার্জিক্যাল ক্লিনিকের ছাঁদ থেকে স্বপ্না বেগম (২৫) নামে এক প্রসুতি মা পড়ে গেলে মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, উপজেলার কুলশুর গ্রামের আসাদ সরদারের মেয়ে ও খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের সোহেল শেখের স্ত্রী স্বপ্না বেগম (২৫) গত ৬ মার্চ কালিয়া সার্জিকাল ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর বুধবার বিকাল ৪ টার দিকে ক্লিনিকের দ্বোতলার ছাঁদে শুকাতে দেয়া কাপড় আনার নাম করে সে ছাঁদে গেলে কিছুক্ষণের মধ্যেই রহস্যজনক ভাবে সে ছাঁদ থেকে ক্লিনিকের সামনের সরকারি রাস্তার ওপর পড়ে মারাত্মক আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।
এপ্রসঙ্গে ক্লিনিক মালিক মোতালেব হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি বাইরে ছিলেন। স্বপ্না সন্তান জন্ম দেয়ার পর দিন ৭ মার্চ অজ্ঞাত কারণে স্বামী সোহাগের সঙ্গে তার কথাকাটকাটির কথা শুনেছিলাম।’
এ বিষয়ে কালিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তাবে স্বপ্নার ভাই বাদি হয়ে স্বপ্নার ছাঁদ থেকে পড়ার কারণ উল্লেখ ছাড়াই একটি অপমৃত্যু মামলা দায়েরের পর তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’