করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বাণিজ্যমন্ত্রী কর্তৃক ১৫০০০ মাস্ক বিতরণ

6
22
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বাণিজ্য মন্ত্রী কর্তৃক ১৫০০০ মাস্ক বিতরণ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বাণিজ্য মন্ত্রী কর্তৃক ১৫০০০ মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীতে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসাধারণ থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমজীবী ও পুলিশের মাঝে ১৫০০০ মাস্ক বিতরণ করা হয়েছে।

রাজধানীর কাঠালবাগান বাজার, হাতিরপুল বাজার, নিউমার্কেট কাচাবাজার, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, ইসলামবাগ বাজার, লালকূটি বাজার, বাবুবাজার, শ্যামবাজার ও মিটফোর্ড, মিরপুর ১ নং কাচাবাজার, শাহআলী মার্কেটে এই মাস্ক বিতরণ করা হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি কর্তৃক প্রদত্ত ১৫০০০ মাস্ক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ জাফর উদ্দীন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মেহনতী শ্রমজীবী, নিম্নবিত্ত, হ*ত দরিদ্র, বাজার ব্যবসায়ী ও থানা পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগতভাবে আরো মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।