নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীতে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসাধারণ থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমজীবী ও পুলিশের মাঝে ১৫০০০ মাস্ক বিতরণ করা হয়েছে।
রাজধানীর কাঠালবাগান বাজার, হাতিরপুল বাজার, নিউমার্কেট কাচাবাজার, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, ইসলামবাগ বাজার, লালকূটি বাজার, বাবুবাজার, শ্যামবাজার ও মিটফোর্ড, মিরপুর ১ নং কাচাবাজার, শাহআলী মার্কেটে এই মাস্ক বিতরণ করা হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি কর্তৃক প্রদত্ত ১৫০০০ মাস্ক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ জাফর উদ্দীন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে মেহনতী শ্রমজীবী, নিম্নবিত্ত, হ*ত দরিদ্র, বাজার ব্যবসায়ী ও থানা পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়। সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগতভাবে আরো মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।