নড়াইলের কালিয়ায় কৃষি বিভাগ ধানবীজ ও সার কৃষকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে

5
17
নড়াইলের কালিয়ায় কৃষি বিভাগ ধানবীজ ও সার কৃষকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে
নড়াইলের কালিয়ায় কৃষি বিভাগ ধানবীজ ও সার কৃষকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় কৃষি প্রনোদনার ধানবীজ ও সার কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। ২০২০-২১ অর্থ বছরের আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ধানবীজ ও সার বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে শুরু করেছেন

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, সরকারের সংশ্লিষ্ট বিভাগ চলতি অর্থ বছরে আউস ধানের ফলন বৃদ্ধির লক্ষে উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে ৫কেজি ধানবীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বরাদ্দ দেয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিয়োজিত উপসহকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তালিকাভূক্ত কৃষরকদের বাড়ি বাড়ি কৃষিসামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু করে কৃষি বিভাগ। প্রথম দিন (বৃহস্পতিবার) সংশ্লিষ্টরা উপজেলার ২শতাধিক কৃষকের বাড়িতে কৃষি সামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে।