স্টাফ রিপোর্টার
আর্ন্তজাতিক নার্স দিবস উপলক্ষে শনিবার (১২ মে) সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়। নড়াইল সদর হাসপাতালের আয়োজনে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভায় নার্সিং সুপার ভাইজার (ভারপ্রাপ্ত) ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নড়াইল জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক ডাঃ আব্দুল কাদের, আবাসিক মেডিকেল অফিসার আ.ফ.ম. মশিউরর রহমান বাবু, গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক মীনা হুমায়ুন কবির প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর হাসপাতালের সিনিয়র নার্স মুজিদা খাতুন, বিউটি পারভীন, হেনা পারভীন, সুমি আক্তার, সুপ্রিয়া কুন্ডু, পলি কুন্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০ পাউন্ডের কেক কাটেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।