নড়াইলে জিয়াউর রহমানের মৃ*ত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ

0
36
নড়াইলে জিয়াউর রহমানের মৃ*ত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ
নড়াইলে জিয়াউর রহমানের মৃ*ত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের ৩৯তম মৃ*ত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও খাবার বিতরণ করেছে নড়াইল জেলার জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (৩০ মে) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সহ নড়াইল শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন গাজী, ছাত্রদল নেতা লিটন, নাহিদ হাসান পিয়ার প্রমুখ।

উক্ত কর্মসূচির বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে’র ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। এ ছাড়াও করোনার পরিস্থিতিতে ছাত্রদল ব্যাপক মানবিক কর্মসূচি চলমান রয়েছে। উল্লেখ্য যে, লকডাউন শুরু হবার পর থেকে নড়াইল জেলা ছাত্রদল সহস্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করাসহ নানা কার্যক্রমে সক্রিয় রয়েছে।