স্টাফ রিপোর্টার
“প্রতিদিন এক গ্লাস দুধপান, আমি হব মেধাবি সন্তান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হল বিশ্ব দুগ্ধ দিবস। সোমবার (১ জুন) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শিশু খাদ্য হিসাবে তরল দুধ এবং করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি হিসাবে এসব প্রদান করেন। ১শত ৫০ জনের মাঝে শিশু খাদ্য তরল দুধ, প্রতিজনকে ১০ কেজি করে চাল ও নগদ ৩ শত করে টাকা বিতরণ করা হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, আউড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ পলাশ মোল্যা জেলা প্রানী সম্পদ অফিসের কর্মকর্তার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।