স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী নিহত চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশের স্ত্রী আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী নীনা ইয়াসমিন (নৌকা) কে বিপুল ভোটের ব্যবধানে জয়ী। নিহত পলাশের স্ত্রী নীনা ইয়াছমিন (নৌকা) তিনি পেয়েছেন ৫ হাজার ৫’শ ৬৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পলাশ হত্যা মামলা আসামী স ম ওহিদুর রহমানের (আনারস) পেয়েছেন ৩ হাজার ১’শ ৩৭ ভোট। ২ হাজার ৪’শ ২৮ ভোট বেশি পেয়ে নৌকা প্রার্থী জয়ী হয়েছেন।
লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান নৌকা প্রতিক বে-সরকারি ভাবে জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১১টি কেন্দ্রর ৫৫ কক্ষে ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটকেন্দ্র গুলোতে আইন শৃংখলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবি দায়িত্ব পালন করে।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা শেখ লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা।