স্টাফ রিপোর্টার
নড়াইলে আভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা খাদ্য গুদামের আয়োজনে খাদ্য গুদাম চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।
জেলায় এ বছর ৫৪ জন মিল মালিকের কাছ থেকে ৩৮ টাকা দরে ১৫৩১ মেঃ টন বোরো চাউল সংগ্রহ করা হবে। জেলায় ১৫৩১ মেট্রিক টনের মধ্যে সদরে ৬১৯ মেঃ টন, লোহাগড়ায় ৬৪৯ মেঃ টন এবং কালিয়ায় ২৬৩ মেঃ টন বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল সদর এলএসডি ( ভারপ্রাপ্ত) মোঃ রবিউল ইসলাম, জেলা মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংবাদিক, মিল মালিকগন, খাদ্য বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।