নড়াইলে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত, মোট ৩৭৪ জন

5
243
করোনাভাইরাসঃ নড়াইলে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সেমিনার ও সকল লোকসমাগম বন্ধ ঘোষণা
করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার মধ্যে আক্রা’ন্তের হার লোহাগড়া উপজেলায় সবচেয়ে বেশি, প্রতিদিনই বাড়ছে এখানে আক্রা’ন্তের হার। এ কারণে নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরফী বিন মোর্ত্তজার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহাগড়া উপজেলা প্রশাসনের এক সভায় গত ৮ জুলাই থেকে আগামী ২১ জুলাই পর্যন্ত লোহাগড়া পৌরসভাকে আন্ডার আইসো*লেশন এর আওতায় রেখে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে লোহাগড়া উপজেলা প্রশাসন।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার সদরে ২ জন, লোহাগড়া উপজেলায় ১০ জন ও কালিয়ায় উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে পৌর এলাকার একজনের গতকাল মৃ*ত্যু হয়েছে। আজ তার রির্পোট পজিটিভ এসেছে। বাকী আক্রা’ন্তদের নিজ নিজ বাসায় আইসো*লেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩শত ৭৪ জন করোনায় আক্রা’ন্তের মধ্যে সদরে ১১৫ জন, লোহাগড়ায় ২১৭জন ও কালিয়ায় ৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১১৮ জন এবং ৮ জনের মৃ*ত্যু হয়েছে। এখন পর্যন্ত ২৪৮ জন পজিটিভ আছে।