স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্র*মণ প্রতিরো*ধে সীমিত পরিসরে নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার ১০ আগষ্ট দিনটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও এস, এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এস এম সুলতান কম*প্লেক্সে (শিল্পীর নিজস্ব বাস ভবনে) কোরআন পাঠ, শিল্পীর সমা*ধিতে পুস্পমাল্য অর্পণ, ক*বর জি*য়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতন, গ্রে’ভ শিল্পী গোষ্ঠীসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমা*ধিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জাহিদ হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃ*ত্যুবরণ করেন।