নড়াইলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা

0
6
নড়াইলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা
নড়াইলে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার

আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর-২০২০ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নড়াইল সিভিল সা*র্জন অফিসের আয়োজনে সিভিল সা*র্জন অফিসের সভাকক্ষে বাংলাদেশ থেকে অ*পুষ্টি জনিত অ*ন্ধত্ব নি*র্মূল এবং অ*পুষ্টি জনিত শি*শু মৃ*ত্যু প্রতিরো*ধ করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ অনিন্দিতা ঘোষ, ডাঃ শফিক তমাল, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমূল ইসলাম টুলু, সিভিল সা*র্জন অফিসের সিনিয়ার স্বা*স্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ম্যোল্যা ফোরকান আলী, মোঃ নাজমুল ইসলাম, হারাধন মজুমদার, স্বা*স্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, এ বছর ক*রোনা ভা*ইরাস সংক্র*মণের কা*রণে শি*শুর অভিভাবকদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব ও শি*শুদের ক্ষেত্রে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে ৯ শত ৯২ টি ইপিআই কেন্দ্র সমূহে জেলায় মোট ৯৪ হাজার ২ শত ৫৫ জন শি*শুকে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর-২০২০ পক্ষকাল ব্যাপী (০২ সপ্তাহ কর্ম দিবস) ভিটামিন “এ” ক্যাপ*সু*ল খাওয়ানো হবে।