স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা শি’শু একাডেমি চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম বার্ষিকী (৫৭ তম জন্মদিন) আজ রবিবার (১৮ অক্টোবর) পালিত হয়। দিনটি পালন উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতা ক-গ্রুপে-শাহারুজ্জামান প্রথম (নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়), খ-গ্রুপে- মুন্তাসির রহমান মাহিন প্রথম (নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়) এবং কবিতা আবৃত্তিতে ক-গ্রুপে নাজিফা জান্নাত সৃষ্টি প্রথম (নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়), খ-গ্রুপে- সামিন নূর প্রথম (নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়) স্থান লাভ করে।
প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। জেলা শি’শু বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপর বিশেষ অতিথি ছিলেন। সরকারি কর্মকর্তা, প্রতিযোগী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা শি’শু একাডেমি যৌথভাবে এর আয়োজন করে।