পূর্ব আফগানিস্তানে ড্রোন হামলায় ১১ জঙ্গি নিহত

13
10

ডেস্ক রিপোর্ট

পূর্ব আফগানিস্তানের নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১১ জঙ্গি নিহত হয়েছে। সোমবার আফগান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ খবর জানায়।

বিবৃতিতে আরো জানায়, ‘রোববার চাপারহার জেলার গুলাম দাগ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। অভিযানকালে দুই আইএস জঙ্গি আহত ও তাদের তিনটি যানবাহন ধ্বংস হয়।’ এ ব্যাপারে আইএস গোষ্ঠীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার তালেবান জঙ্গিরা আফগানিস্তানের ফারইয়াব প্রদেশের খাজা বানজপোশ ও শিরিন তাগাব জেলা দুটি দখলের জন্য হামলা চালিয়েছে। কিন্তু আফগান সামরিক বাহিনীর প্রতিরোধে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য কমিয়ে নেবার পর সাম্প্রতিক সময়ে তালিবানরা অতিরিক্ত তৎপর হয়ে উঠেছে। এমনকি তারা শান্তি আলোচনা বাতিল করে সামরিক আক্রমণে ঘোষণা দেয়।