নড়াইলে মাদ্রাসায় উপাধ্যক্ষসহ ৫টি *প*দে নি*য়োগ প্র*ক্রিয়ায় অ*নিয়*মের অ*ভিযো*গ

2
217

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার জুড়ালিয়া আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষসহ ৫টি *প*দে নিয়ো*গ প্র*ক্রি*য়ায় ব্যা*পক অনি*য়*মের অভিযো*গ উ*ঠে*ছে। এ মাদ্রাসা প*রিচা*লনা কমিটির সভাপতির *স্ত্রী* অফিস সহকারী *প*দের জন্য আ*বে*দন করলেও নি*য়ম ব*হি*র্ভূ*তভাবে মাদ্রাসা প*রিচা*লনা কমিটির সভাপতি নি*য়োগ *বো*র্ডেরও সভাপতি রয়েছেন। কয়টি *প*দে নি*য়োগ দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আ*বে*দ*নকারীদের কাগজপত্র যাচা*ই-বা*ছা*ই না করেই পো*স্টা*ল অ*র্ডারের টাকা *ভে*ঙ্গে *ফে*লা হয়েছে। মোট ৫টি পদের জন্য ৬৮জন আ*বে*দ*ন করলেও ৩জনের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাদের নি*য়ো*গ দেওয়ার প্র*ক্রি*য়া শুরু হয়েছে। নৈ*শ* প্র*হ*রী পদে ৯ মাস পূর্বে একবার নি*য়োগ বি*জ্ঞপ্তি দেওয়া হলেও তা নতুন বি*জ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো উল্লেখ নেই।

নাম প্রকাশে অ*নি*চ্ছুক জুড়ালিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদ কর্তৃক জ*মাকৃ*ত আ*বে*দন যা*চা*ই-বা*ছা*ই কমিটির এক সদস্য অ*ভিযো*গে জানান, জুড়ালিয়া আলিম মাদ্রাসায় ন*বসৃ*ষ্ট বৃ*দ্ধিপ্রাপ্ত উপাধ্যক্ষ, অফিস স*হকা*রি *কা*ম হিসাব স*হকা*রি, অফিস *সহকা*রি *কা*ম কম্পিউটার অ*পারে*টর, আয়া ও শূ*ন্যপ*দে নৈ*শপ্রহ*রী নি*য়ো*গের জন্য গত ৩০ সেপ্টেম্বর পত্রিকায় অনেকটা অ*স্প*ষ্টভাবে বি*জ্ঞ*প্তি প্রকাশ করা হয়। বিজ্ঞ*প্তিতে অফিস সহকারী, *আ*য়া ও *নৈ*শ প্র*হ*রী পদে কতজন করে *নিয়ো*গ দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। নিয়ো*গ বি*জ্ঞপ্তি প্রকা*শের পর মাদ্রাসা প*রিচা*লনা কমিটি আগ্র*হী *প্রা*র্থীদের আ*বেদ*নপত্র যা*চা*ই-বা*ছা*ইয়ের জন্য গত ২০অক্টোবর ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি আবেদনপত্র যা*চা*ই-বা*ছা*ইকা*লে তারা আ*বে*দন প*ত্রের সাথে কোন পো*স্টা*ল অ*র্ডা*র পাননি। নি*য়ো*গ বি*ধি*তে *স্প*ষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো প্র*তিষ্ঠা*নের প*রিচা*লনা কমিটির কর্মকর্তা বা সদস্যের কোন *আ*ত্মীয় নি*য়ো*গের আ*বে*দ*ন করলে উক্ত ক*র্মক*র্তা বা স*দ*স্য নিয়ো*গ বো*র্ডে অথবা নি*য়োগ সং*ক্রা*ন্ত কোন কা*র্যক্র*মে অং*শ নিতে পা*র*বে*ননা। কিন্তু উ*ক্ত মাদ্রাসার সভাপতি মোঃ আতাউর রহমানের *স্ত্রী* সারমিন সুলতানা অফিস স*হকা*রি কাম ক*ম্পিউটার অ*পা*রেটর *প*দের একজন প্রা*র্থী হলেও নি*য়োগ *বি*ধি *উপে*ক্ষা করে মাদ্রাসার সভাপতিকে নি*য়োগ বো*র্ডে স*ম্পৃ*ক্ত করা হয়েছে। *নৈ*শ প্র*হ*রীর *শূ*ন্য পদে ৮জন আ*বে*দ*ন করেছেন। প্রায় ৯ মাস পূর্বে *নৈ*শ প্র*হ*রী *প*দে আরও একবার নিয়ো*গ বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সে সময় ৯জন আ*বে*দন করেন। নতুন বিজ্ঞপ্তিতে পু*রো*নোদের আ*বে*দনের ব্যাপারে কোনো ম*ন্ত*ব্য বা নতুন করে আ*বে*দনের কথা কিছু লেখা নেই। মাদ্রাসায় ৫টি পদে ৬৭জন আ*বে*দন করলেও মাদ্রাসা প*রিচা*লনা কমিটি উপাধ্যক্ষ, অফিস স*হকা*রি *কা*ম কম্পি*উটার অ*পারেটর এবং *নৈশপ্রহ*রী পদের ৩জনের কাছ থেকে কয়েক লাখ টাকার আ*র্থিক সুবি*ধা গ্রহ*ন করে তাদের নিয়োগ পরী*ক্ষার দিনক্ষণ ঠিক করতে মাদ্রাসা শিক্ষা অ*ধিদ*প্তরের কাছে প্রতিনিধি নিয়োগ করতে চিঠি দেওয়া হয়েছে।

এসব *অনিয়*মের ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল কাশেম এ প্রতিনিধিকে বলেন, কাউকে নিয়ো*গের নিশ্চ*য়তা দে*ওয়া বা কারও কাছ থেকে অর্থ নে*ওয়া হয়নি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির *স্ত্রীর* প্রা*র্থী হওয়ার বিষয়টি পরে শুনেছেন। এছাড়া সভাপতির কোনো আ*ত্মী*য় নিয়ো*গ -প্রা*র্থী হলে তিনি নিয়ো*গ বো*র্ডের সভাপতি থা*কতে পার*বেন না, এ সম্পর্কে নিয়ো*গ বি*ধিতে স্প*ষ্টভাবে উ*ল্লেখ নাই। নি*য়োগ প্রা*র্থী* বেশী হওয়ায় একদিনে যাতে ঝা*মে*লা না হয় সেজন্য ৩টি *প*দে নিয়ো*গ দেওয়ার চিঠি দেও*য়া হয়েছে। প্রতিষ্ঠানের *স্বা*র্থে পো*স্টাল অ*র্ডা*র ভা*ঙ্গি*য়ে সব টাকা মাদ্রাসার ব্যংক একা*উন্টে *জ*মা *দে*য়া হয়েছে। এছাড়া নিয়ো*গ বিজ্ঞপ্তিতে কোনো *ভু*ল নেই বলে জানান। এসব অ*ভিযো*গের বিষয়ে মাদ্রাসা প*রিচা*লনা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমানকে ফোন করলে তার মোবাইল *ব*ন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা অ*ধিদ*প্তরের ডিডি মোঃ সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, যা*চা*ই-বা*ছা*ই কমিটিকে অ*বগ*ত না করে পো*স্টা*ল অ*র্ডা*র ভা*ঙ্গা*নো অ*পরা*ধের সা*মি*ল। এখানে আ*ই*ন *ভ*ঙ্গ করা হয়েছে। মাদ্রাসা প*রিচা*লনা কমিটির সভাপতি ও নিয়ো*গ বোর্ডের সভাপতির কোনো আ*ত্মী*য় *প্রা*র্থী হলে তিনি ওই নিয়ো*গ পরী*ক্ষার সভাপতি হিসেবে থাকতে পা*রবে*ন না। এছাড়া কা*ওকে চাকরি দে*ওয়ার না*ম করে যদি অর্থ নে*ওয়া হয় তাহলে এর প্রমা*ণ পেলে আ*ইনগ*ত ব্যব*স্থা নেওয়া হবে। বিভিন্ন অ*নি*য়মের বিষয় শু*নে ম*নে হচ্ছে এখানে মাদ্রাসা প*রিচা*লনা কমিটির কোনো অ*স*ৎ উদ্দেশ্য রয়েছে এবং সামগ্রিক নিয়োগ প্র*ক্রি*য়ার মধ্যে *ত্রু*টি রয়েছে। এ ব্যাপারে *খোঁ*জ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যব*স্থা নেওয়া হবে বলে জানান।