নড়াইলে মাদকবিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন পুলিশ সুপার

69
44

স্টাফ রিপোর্টার

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে এক বিরোধী সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। বুধবার (৩০ মে) বিকালে নড়াইলের ইতনা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মাদক বিরোধী সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইতনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান টগরের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উক্ত সভায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাস মানুষ ধ্বংসের প্রধান হাতিয়ার। মুসলিম উম্মাহর পবিত্র রমজান মাসেই ইতনা ইউনিয়নবাসীকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য শপথ করান। সেই সাথে যারা এ ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্যও তিনি ইতনা ইউনিয়নবাসীকে আহ্বান জানান।