নড়াইলের বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

0
113
নড়াইলের বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
নড়াইলের বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার

সদরের বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যানকে ডিএফ এলজিএসপি-৩ নড়াইল-এর স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন পরিষদ) থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, নড়াইল সদর উপজেলার ১১নম্বর বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফ আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অপরাধমুলক কাজ করেছেন। জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ ও ৩৪(১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে শুক্রবার দুপুরে ফোন করলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তাকে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়ারুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন।