স্টাফ রিপোর্টার
নড়াইল সদর হাসপাতালের ইউজার ফির ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা টাকা আ/ত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) মা/মলা হয়েছে। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে ওই মামলা হয়।
দুদক সূত্রে জানা গেছে, জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের অভিযোগে দ-বিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় ওই মামলা হয়।
হাসপাতালের ইউজার ফির ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকির বিরুদ্ধে মামলা হয়েছে। জাহান আরা খানম (৫৩) নড়াইল শহরের আলাদাতপুরের মৃ/ত মো. তছিকুল ইসলামের মেয়ে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, তদন্তে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।