স্টাফ রিপোর্টার
নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ঈদের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ১০২ জন পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে এ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফের সভাপতিত্বে, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা সমাজ সেবার উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, চেম্বার অফ কমার্সেও সভাপতি মোঃ হাসানুজামান, সরকারি কর্মকর্তা, পুনর্বাসিত ভিক্ষুকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ঈদের উপকরণ সামগ্রী হিসাবে প্রতিজনকে ৩০ কেজি চাল, ১ কেজি ছোলা,১ লিটার সোয়াবিন, ১ কেজি চিনি, ১কেজি সেমাই ,১ কেজি ডাল ,১টি শাড়ি/ লুঙ্গি ও নগত ১০০ টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার মোট ৮০০ জন পুর্নঃবাসিত ভিক্ষুকের মাঝে ঈদ উপকরণ সামগ্রী বিতরণ করা হবে।