ওশান প্রতিবেদক
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে শনিবার সকাল ৭.৩০ মিনিটে নড়াইল জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বেলা ৪.০০টায় নড়াইল পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও নড়াইল জেলা যুবলীগের পক্ষ হতে বেলা ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নড়াইল সদর পৌর সভায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: ফরহাদ হোসেন, বাবুল কুমার সাহা,নড়াইল পৌরসভার সচিব মো: ওহাবুল ইসলাম, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি মো: এহসান উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা,নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএ বাকি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ।
রূপগঞ্জ বাজারের মুচি পোলে যুবলীগের যুগ্ম আহবায়ক গাওসুল আযম মাসুমের সভাপতিত্বে আয়োজিত আলেচনা সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন সম্মানিত অতিথি সাংসদ ও জেলা আওয়ামীলীগের সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা । প্রধান বক্তা ছিলেন সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, আওয়ামী লীগ সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ নেতা বাবুল কুমার সাহা, হাফিজ খান মিলন, মিটুল কুন্ডু, নিলয় রায় বাধন, মোস্তফা কামরুজ্জামান কামাল, ছাত্রনেতা মিম, মনিরুজ্জামান রোজ, নাইম ভূইয়া, কাজী আল মামুন, সিকদার তোফায়েল আহম্মেদ ,মাহাবুবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুনীরা হত্যা করতে পারেনি। শেখ হাসিনাকে খুন করতে চিহ্নিত ঘাতকরা গ্রেনেড হামলা চালালেও আল্লাহর অসীম রহমতে তিনি বেঁচে গেছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবি জানান তারা। জেলা আওয়ামীলীগের উদ্যোগেসকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।