ফ্যাসিস্ট প্রেম

68
11
ফ্যাসিস্ট প্রেম
ফ্যাসিস্ট প্রেম

অভিজিৎ কর্মকার

তোমাকে কোনদিনও দেখিনি আমার দু’চোখ
তবু তোমাকে আমি ভালোবাসি
আমার গোপন ভালোবাসার
নাম দিয়েছি অদৃশ্য প্রেম

তোমাকে মাঝে মাঝে মনে হয়
ফ্যাসিস্ট প্রেমিকার মতো
অবশ্য কখনো কখনো তুমি
গণতান্ত্রিক হয়ে ওঠো দয়াপরবশত

আমি মনে প্রাণে গণতন্ত্রে বিশ্বাসী
তবু ভালোবাসি তোমার ফ্যাসিস্ট শাসন
তুমি যতটা পারো স্বৈরাচারী হও
তোমার ভালোবাসা পেলে
সকল স্বেচ্ছাচারিতা আমি মাথা পেতে নেবো
আমৃত্যু স্বেচ্ছায় আমি তোমার করতলগত রবো

আমাকে তুমি ছেড়ে না গেলে
কখনো হবো না বিদ্রোহী

মনে রেখ, আমাকে তুমি ভুলে গেলে
আমি না চাইলেও বিনা মেঘে বজ্রপাতের মতো
পৃথিবীময় ঘন্টায় তিনশো মাইল বেগে
ঝড় বয়ে যাবে, তোমাকে ঘিরে তুমুল বিপ্লব শুরু হবে।