নড়াইলে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত

0
6
নড়াইলে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস পালিত
নড়াইলে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত

স্টাফ রিপোর্টার

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণি সম্পদ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোঃ হাবিবুর রহমান। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, জেলা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক এবং খামারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।