২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম প্রকাশ করলো ফিফা

1221
134

স্পোর্টস ডেস্ক/অপদা

গত কয়েকদিন ধরে পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপ জ্বরে কাপছে যার কারণে অনেক বিষয় আমাদের চোখের আড়াল হয়ে গেছে কিন্তু ফুটবল নিয়ে যারা কম বেশি গবেষণা অথবা টুকিটাকি খোঁজ খবর রাখেন অন্তত তাদের কাছে ২০২৬ সালে কোন দেশ বিশ্বকাপ আয়োজন করবে এ নিয়ে কম বেশি নজর রাখার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত ফিফা চুড়ান্তভাবে আয়োজক দেশের নাম প্রকাশ করেছে। তবে ২০২৬ সালের বিশ্বকাপ একটু অন্যভাবে হতে যাচ্ছে কেননা ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল একটি নয় এবং দুটি ও নয় বরং তিন দেশ মিলে এ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আর দেশ গুলো হল উত্তর অ্যামেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

অনেকদিন থেকেই এই তিনটি দেশ ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য জোর দাবী জানাচ্ছিল এবং তাদের অবকাঠামো এবং ফুটবল বিশ্বকাপ নিয়ে গঠনমূলক পরিকল্পনা অনেকদিন ধরেই অনেকের কাছে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ফিফার আয়োজিত ভোটাভুটিতে মোট ২০৩ ভোটের মধ্যে ১৩৪ টি ভোট পেয়ে উত্তর অ্যামেরিকার এই তিনটি দেশ স্বপ্নের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা অর্জন করে। অন্যদিকে তাদের সবথেকে নিকট প্রতিদ্বন্দ্বী মরক্কো এই আয়োজিত ভোট অনুষ্ঠানে ৬৫ ভোট পেয়েছে।

Pic: AFP