ডেস্ক রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের হার এবং পীরগঞ্জের ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রংপুরের ঘর-বাড়ি পো/ড়ার দৃশ্যের একটি ছবি সংযুক্ত করে সোমবার (১৮ অক্টোবর) মাশরাফী লেখেন, ‘কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সমর্থকসহ সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারদেরও অনেক আশা। টাইগাররা অচিরেই বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরবে এটা তো দেশের সবারই চাওয়া, বিশ্বমঞ্চে করবে বিজয়-উল্লাস। কিন্তু তা না করেই স্কটল্যান্ডের মতো একটি সহযোগী দেশের কাছেও পাত্তা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।
একজন সচেতন নাগরিক হিসেবে অনেকেরই চাওয়া স্বাধীনতার মাধ্যমে অর্জিত বাংলাদেশও থাকবে সুখে-শান্তিতে। মাশরাফীও এই দলে। এ সম্পর্কে তিনি বলেন, ‘এ লাল সবুজ তো আমরা চাইনি। কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন-যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’