স্টাফ রিপোর্টার
সারা দেশের সাথে নড়াইলেও আজ শনিবার থেকে শুরু হয়েছে ৪দিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২১। সিভিল সা/র্জন অফিস, নড়াইলের আয়োজনে নড়াইল আধুনিক সদর হাসপাতাল, নড়াইল মা ও শিশু কেন্দ্রসহ জেলার মোট ৯ শত ৬৭ টি কেন্দ্রের মাধ্যমে আজ ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৪ দিনব্যাপী ) এ ক্যাম্পেইনে জেলায় ৯৭ হাজার ৫ শত ৮৫ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১১,৮০৫ জন শিশুকে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫,৭৮০ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হচ্ছে।