স্টাফ রিপোর্টার
নড়াইলে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য গমনেচ্ছুক কর্মীদের ৪ মাসব্যাপি মোটর ড্রাইভিং সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গতকাল দুপুরে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্ম্দ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইল ও যশোর সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী এসএম মাহফুজুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক তপন বিশ্বাস, সাজ্জাদ হোসেন, মাহাবুবুর রহমান ,রাহাত ইসলাম, রিপন হোসেন, আলী রেজা, ইউসুফ আলী, উম্মে হাবিবা ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মোটর ড্রাইভিং, ইলেট্রিক, ওয়েল্ডিং ও গারমেন্টস (সেলাই) কোর্সে মহিলাসহ মোট ৩৬০জনকে বিনামূল্যে চারমাসব্যাপি এ প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে প্রতিদিন ১০০/- টাকা ভাতা এবং ৫০/-টাকা টিফিনবাবদ দেয়া হবে। নিরাপদ অভিবাসন ও দক্ষ শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন।