নড়াইলে পুলিশ কর্মকর্তার ছেলে কর্তৃক নদী খননে বাঁধা, স্কেভেটর হেলপার জ/খম

0
226
নড়াইল শহরের মাস্টার প্লান নিয়ে মত বিনিময়, চিত্রার পাড়ে অ*বৈধ স্থাপনা উ*চ্ছেদ হবে
নড়াইল, Narail District

স্টাফ রিপোর্টার

নড়াইলে পুলিশ কর্মকর্তার ছেলে কর্তৃক চিত্রা নদী খননে বাধা দিয়ে স্কেভেটর হেলপারকে কু/পিয়ে জ/খম করেছে এক পুলিশ কর্মকর্তার ছেলে। আহত চালক উজ্জ্বল মোল্যা(১৬)। উজ্জ্বল মানিকগঞ্জ জেলার নাজির মোল্যার ছেলে। সে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে নদী খননের কাজ করছে। বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার পিঠে এবং হাতে কু/পিয়েছে এসআই হাফিজুর রহমানের পূত্র কামরুজ্জামান (২২)। হাফিজুর নড়াইল পুলিশ ফাড়িতে কর্মরত। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বৃহস্পতিবার( ৩ মার্চ) সন্ধ্যায় বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন।

আহত উজ্জ্বল মোল্যা’র অভিযোগ, নড়াইলের চিত্রা নদীতে সদরের ধোন্দা থেকে মাইজপাড়া অংশে স্কেভেটর দিয়ে খনন চলছে। খনন করতে গিয়ে ধোন্দা এলাকার নদী তীরবর্তী এসআই হাফিজুরের বাড়ির কয়েকটি গাছের গোড়া নদী থেকে তোলা মাটিতে ঢেকে গিয়েছে। এ ঘটনায় ক্ষু/ব্ধ হয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কামরুজ্জামান দা/ দিয়ে কু/পিয়ে জ/খম করে।

এদিকে কামরুজ্জামানের বাবা এস আই হাফিজুর রহমান উজ্জ্বলকে দেখতেসদর হাসপাতালে এসে বলেন,আমার ছেলে অন্যায় করেছে। আইনগত ব্যবস্থা নেবার ব্যাপারে আমি সহযোগিতা করবো। নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন জানান, সরকারীভাবে চিত্রা নদীখননের কাজ চলছে,এই কাজে বাধা দিয়ে একজন কর্মীকে কো/পানো হয়েছে, আমরা এ ঘটনার বিচারের দাবিতে থানায় সন্ধ্যায় মামলা করেছি।

নড়াইল সদর থানার ওসি তদ/ন্ত (ভারপ্রাপ্ত ওসি) মাহমুুদুর রহমান জানান, সরকারী কাজে বাধা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের তরফে মামলা করা হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।