স্টাফ রিপোর্টার
নড়াইলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (২০ থেকে ২৫ মার্চ) বাস্তবায়ন উপলক্ষে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সা/র্জন অফিসের আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সিভিল সা/র্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সিভিল সা/র্জন ডা. নাছিমা আকতারের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ূন কবীর, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সরকারি কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী মোট ১ লাখ ৮৪ হাজার ৩৯২জন শিশুকে আগামী ২০ থেকে ২৫ মার্চ তারিখের মধ্যে কৃমিনা/শক ওষুধ খাওয়ানো হবে।