নড়াইলে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত

0
2
নড়াইলে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত
নড়াইলে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল লদেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে এ উপলক্ষ্যে জাতীয় সংগীত পরিবেশন, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বিষয়ের উপর আলোচনা সভা, “হে বন্ধু বঙ্গবন্ধু” শীর্ষক গানের চিত্রায়ন, স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ক স্বল্পদৈঘ্য তথ্যচিত্র প্রদর্শন (চায়ের দোকান), উন্নয়ন বিষয়ক ডকুড্রামা, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সরা বিশ্বেও বিস্ময়,তুমি আমার অহংকার গানটির মাধ্যমে প্রধানমন্ত্রীর জীবনালেখ্য চিত্রায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন শেষে, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নষীল দেশে উত্তরণ: জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা -বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান. অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাাশীষ চৌধুরী,সংসদ সদস্য মাশরাফির পিতা গোলঅম মোর্তুজা স্বপন,বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বিভিন্ন সরকারি- বে-সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড,সরকারি দপ্তরের সেবা সমূহসহ বিভিন্ন বিষয়ের উপর সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ ষ্টল খোলা হয়েছে।