স্টাফ রিপোর্টার
সোমবার (২৮ মার্চ) বেলা ৫টায় নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশি জাতির জনক শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রেসক্লাব চত্ত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সেক্রেটারী শরফুল ইসলাম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, আসাদুজ্জামান আছাদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।