এক যুগেও এস আই গৌতম হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার

0
4
এক যুগেও এস আই গৌতম হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার
এক যুগেও এস আই গৌতম হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

রাজধানীর বংশাল থানার এস আই গৌতম রায় হত্যাকান্ডের এক যুগ পার হলেও বিচার পায়নি তার পরিবার। এ হত্যাকান্ডের সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে বর্তমানে সংশয় দেখা দিয়েছে গৌতম রায়ের পরিবারের লোকজনের মাঝে। এদিকে ছেলের হত্যায় জড়িতদের বিচার দেখে যেতে পারলেন না গৌতম রায়ের বাবা-মা।

গৌতম রায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকার মৃত ইন্দ্র ভূষণ রায় ও বকুল রানীর ছেলে। ২০১০ সনের ১৯ এপ্রিল থানার কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে রাজধানীর সুত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে।

গৌতম রায়ের ছোট ভাই সাংবাদিক তিলক রায় জানান, যে পিস্তল দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। বর্তমানে তারা সবাই জামিনে রয়েছে। গৌতম রায়ের হত্যাকান্ডটি সুপরিকল্পিত উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের নেপথ্যে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।