স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌর মেয়রকে লা/ঞ্চিত ও চাঁদাদাবি মামলার আসামী সাবেক ছাত্রলীগ নেতা উচ্ছাস (৩০) ও শওনকে (৩২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৯মে) তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি নড়াইল শহরের ভওয়াখালী এলাকায়।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৬ এপ্রিল দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উচ্ছাস আলোম ও সাবেক ছাত্রলীগ নেতা ফাইনুল ইসলাম শাওন নড়াইল পৌর মেয়রের কক্ষে মেয়র আনজুমান আরা এবং প্যনেল মেয়র জহিরুল হককে নড়াইল হাট-বাজারের খাজনা ও টোল আদায়ের টেন্ডারকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ, অ/স্ত্রপ্রদর্শন, চাঁ/দা দাবি ও দেখে নেওয়ার হু/মকি প্রদান করে। এ ঘটনায় ওইদিনই মেয়র বাদি হয়ে বাঁধন, উচ্ছাস ও শাওনের বিরু/দ্ধে সদর থানায় মামলা করেন।
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, বুধবার (১৮মে) সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা এখন জেল-হাজতে। বাকি অন্য আসামী বাঁধনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা আসামিরা গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।