নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ রাধলেন নড়াইলের মেয়র আঞ্জুমান আরা

0
29
নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ রাধলেন নড়াইলের মেয়র আঞ্জুমান আরা
নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ রাধলেন নড়াইলের মেয়র আঞ্জুমান আরা

স্টাফ রিপোর্টার

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় পৌর এলাকার দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে দুই দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়ে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ রাধলেন নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরা।

১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ দুই দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে গিয়ে এমনই দৃশ্য দেখা যায়। সেখারে দেখা যায়, নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরা নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ রান্না করছে । সেই সময় আবার অনেকে মোবাইল ফোন বের করে ছবিও তোলেন।

নামযজ্ঞ শুনতে আশা এক ভক্ত রবীন্দ্রনাথ বিশ্বাস জানান, আমি নাম শুনতেছিলাম হঠাং করে রান্নার ওখানে খেয়াল করে দেখি আমাদের মেয়র মহোদয় রান্নার ওখানে রান্না করছে।

নামযজ্ঞ শুনতে আশা আরও এক ভক্ত জানান, আমরা হিন্দুরা নড়াইলে এরকম একজন মেয়র চাইছিলাম যে আমাদের পাশে সব সময় থাকবে। তিনি প্রধান অতিথি হিসেবে নামযজ্ঞ অনুষ্ঠানে এসে ভক্তদের জন্য (খিচুড়ি প্রসাদ) রান্না করছে। আমরা ভক্তরা দেখে অনেক খুশি হয়েছি।

নামযজ্ঞ অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা পৌর আওয়ালীগের সহ- সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন , মহিলা কাউন্সিলর ইপি রানী অধিকারী, নামযজ্ঞ অনুষ্ঠান কমিটির সভাপতি ও সম্পাদক বিভিন্ন এলাকা থেকে আশা ভক্তবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, আমি একজন মেয়র তাতে কি হয়ছে, আমি আপনাদের সাথে সব সময় আছি থাকবো। আপনাদের কোন সমস্যা হলে আমাকে সাথে সাথে বলবেন। আমি মেয়র হওয়ার আগে যেমন আপনাদের সাথে ছিলাম ঠিক তেমন এখনো আপনাদের পাশে আছি। ভক্তবৃন্দদের মাঝে এইসব কথা বলেন তিনি।

নামযজ্ঞ অনুষ্ঠানে এক ঘন্টা মেয়র কাটিয়ে পরে তিনি শ্রী শ্রী সার্বজনীন বাঁধাঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আয়োজনে গৌর কির্ত্তনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মেয়র আঞ্জুমান আরা।