নড়াইলে বাড়িঘর ভাংচুর-লুুটপাটের ঘটনায় গ্রেফতার ৫ জনের প্রত্যেকের ৩ দিনের রিমান্ড

0
196
নড়াইলে বাড়িঘর ভাংচুর-লুুটপাটের ঘটনায় গ্রেফতার ৫ জনের প্রত্যেকের ৩ দিনের রিমান্ড
নড়াইলে বাড়িঘর ভাংচুর-লুুটপাটের ঘটনায় গ্রেফতার ৫ জনের প্রত্যেকের ৩ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার

নড়াইলের দিঘলিয়া বাড়িঘর ভাংচুর-লুুটপাটের ঘটনায় গ্রেফতার ৫ জনের প্রত্যেককে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোরশেদুল আলম এর আমলী আদালত পুলিশের পক্ষ থেকে ৭দিনের রিামান্ড আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন।

ফেসবুকে পোষ্ট কে কেন্দ্র করে দিঘলিয়ায় ভাংচুর লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটনায় ২০০/২৫০ জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছে পুলিশ। ১৭ জুলাই লোহাগড়া থানায় মামলা হবার পরে বিকালে ২ জন এবং সোমবার সকালে আরো ৩ জন সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন দিঘলিয়া গ্রামের রাসেল মৃধা (৪৫), চরমাউলী গ্রামের কবীর কাজী (৪০), তালবাড়িয়া গ্রামের মো.সাঈদ শেখ(৫৫), বাটিকাবাড়ি গ্রামের রেজাউল শেখ (৪০) ও বয়রা গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

ধর্মীয় উস্কানীমূলক পোষ্ট প্রদানকারী আকাশ সাহাকে শনিবার রাতে খুলনা য় গ্রেফতার করা হয়। পুলিশের ৫ দিনের আবেদেনের প্রেক্ষিতে আদালত আকাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১৫ জুলাই ফেসবুকে মহানবী (সাঃ)কে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য কে কেন্দ্র করে করায় দিঘলিয়ায় ব্যপক বিক্ষোভ হয়। কয়েকটি বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। কয়েকটি দোকান ভাংচুর করা হয়। এঘটনায় আকাশ সাহাকে আসামী করে দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদি হয়ে একটি মামলা করেন।