স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় গতকাল (বৃহস্পতিবার) নড়াইল জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাহাজান খান এমপি ও সচিব খাজা মিয়া ভার্চুয়ালী যুক্ত ছিলেন। নড়াইল প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, যুদ্ধকালী মুজিব বাহিনীর নড়াইল মহাকুমা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবীরসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আগামী ৪ আগস্ট সদরে, ৬ আগস্ট লোহাগড়ায় ও ৭ আগস্ট কালিয়া উপজেলার ১হাজার ২৪০জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড এবং ২হাজার ৩২৪জন বীর মুক্তিযোদ্ধার পবিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।