স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্বপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় আলোচনা সভা ও দোয়া অন্ষ্ঠুানের আয়োজন করা হয়। শনিবার (২৭ আগষ্ট) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
শনিবার বিকালে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে চালিতাতলা বাজারে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ খানজাহান আলীর সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর গুরুত্বপুর্ণ বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল ইসলাম শরফু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গাউছুল আজম মাসুম, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
এদিকে জেলা কৃষকলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য তুলে ধরেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আঞ্জুমান আরা, জজকোর্টে পিপি এমদাদুল হক এমদাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ইয়ার আলী, কালিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক লুৎফর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়।
অপরদিকে পৌরসভার গাড়–চিরায় এক নম্বর পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বিশেষ অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ^াস, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়।
এছাড়া শাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নয়নপুর ত্রি-মোহনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় শাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফ খান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীগের সদস্য অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আছাদ্জ্জুামান মোল্যা প্রমুখ।
এছাড়া লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এস এম আনিচুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বিশেষ অতিথি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন টুকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা আয়ুব হোসেন উজ্জ্বল, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামাল, সাধারণ সম্পাদাক সজিব হোসেন প্রমূখ।
অপরদিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন আওয়ামীগের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব আলোচনা সভায় বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শগত দিক তুলে ধরেন। পাশাপাশি আগষ্ট মাসের শোককে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নির্মম হত্যাযজ্ঞে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।