৩১তম মৃত্যুবার্ষিকীতে নড়াইলে ৯০ এর গণ আন্দোলনে নিহত শহীদ চয়নের মুর‍্যাল উদ্বোধন

0
1
৩১তম মৃত্যুবার্ষিকীতে নড়াইলের ৯০ এর গণ আন্দোলনে নিহত শহীদ চয়নের মুর‍্যাল উদ্বোধন
৩১তম মৃত্যুবার্ষিকীতে নড়াইলে ৯০ এর গণ আন্দোলনে নিহত শহীদ চয়নের মুর‍্যাল উদ্বোধন

স্টাফ রিপোর্টার

৩১ তম মৃত্যুবার্ষিকীতে নড়াইলের ৯০ এর গণ আন্দোলনের নিহত ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের মুর‌্যালের উদ্বোধন করা হয়েছে। ৯০ এর গণ আন্দোলনের ছাত্রনেতা শহীদ চয়ন মল্লিকের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল জেলা শাখা এর আয়োজনে, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এবং শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদ এর সহযোগিতায় কালোব্যাচ ধারন, শহীদ চয়ন মল্লিকের মুর‌্যালে পুস্প স্তবক অর্পণ, সংক্ষিপ্ত শোক সভা, দুপুরে গণভোজ ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের আয়োজন করা হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে নবমির্মিত শহীদ চয়ন মল্লিক মুর‌্যালের উদ্বেধন করেন শহীদ চয়ন মল্লিক এর বড় বোন অন্বেষা সুত্রধর, জামাইবাবু রঞ্জন সুত্রধর, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম। শহীদ চয়ন মল্লিকের মুর‌্যালে নড়াইল পৌর আওয়ামীলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল জেলা শাখা, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধাগণ, শহীদ মানিক ও চয়ন স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এর আহবায়ক আবু ফেরদৌস মিলন এর সভাপতিত্বে পৌর মেয়র আঞ্জুমান আরা, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা এ্যাডঃ মাহমুদুল হাসান কায়েস, মোঃ কামরুজামান খান তুহিন, প্রিন্স মোল্যা, বিপ্লব বিশ্বাস বিলো, দিপক বোস, সোনা সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, যুগ্ম আহবায়ক নেতা ফরহাদ হোসেন মোল্যা, জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভ’ইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, ৯০এর গণ আন্দোলনের সহযোদ্ধা ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, পৌর আওয়ামীরীগ নেতা তোফায়েল সিকদার , জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারণ সম্পাদক সিদ্ধর্থ সিংহ, ম্যার‌্যাল নির্মাতা তনদ্রা মূর্খার্জী, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা, ৯০ এর গণ আন্দোলনের সময় সন্ত্রাসীর হাতে নিহত ছাত্রনেতা চয়ন মল্লিক হত্যার মামলার রায় পুনঃ বিচারের দাবি জানান।