স্টাফ রিপোর্টার
নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীতে শনিবার (২২ অক্টোবর) নারী-পুরুষের এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল ৩টায় শেখ রাসেল সেতু প্রাঙ্গনে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা প্রমুখ।
বাইচ শেষে রূপগঞ্জ বাঁধাঘাট এলাকায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় শেখ রাসেল সেতু হতে সুলতান সেতু পর্যন্ত সাড়ে ৩ কিঃমিঃ এ বাইচ অনুষ্ঠিত হয়। নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা, খুলনা, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ১৭টি নৌকা (পুরুষদের ১৪টি ও নারীদের ৩টি) বাইচে অংশ গ্রহন করে । প্রায় ২৫ হাজার মানুষ এ উৎসব উপভোগ করেন। নদী মাতৃক নড়াইলের এই চিত্রা নদীতে অর্ধ শতক ধরে গ্রাম বাংলার লোক উৎসব নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। ছবি সংযুক্ত।