স্টাফ রিপোর্টার
সদরের তুলারামপুরে সরকারি রাস্তার পাশে সীমানা প্রাচীর দিয়ে বসতবাড়ি ও দোকানিদের যাতায়াতের পথ আটকে দেয়ার হুমকি দওেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও দোকানিদের আয়োজনে সোমবার (২১ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকায় এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মনোয়ারা বেগম, রজিবুল তরফদার শান্ত, ওবায়দুর তরফদার, ইদ্রিস তরফদার, সেলিম তরফদার, মুন্নু তরফদার প্রমুখ। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সোমবার ( ২১নভেম্বর) জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী মনোয়ারা বেগম।
বক্তারা বলেন, তুলারামপুর এলাকার মোফাকারুল ইসলামের কাছ থেকে মনোয়ারা বেগম ১২বছর আগে তুলারামপুর-মাইজপাড়া সড়কের পাশের ১০ শতক জমি কিনে পাকা বাড়ি ও সাতটি দোকান করেন। গত কয়েক মাস আগে মোফাকারুল এখানে তার জমি রয়েছে বলে দাবি করে সীমানা প্রাচীর দিয়ে মনোয়ারা বেগমের বাড়ির যাতায়াত পথ আটকে দিবেন এবং দোকানের ভাড়াটিয়াদের এক সপ্তাহের মধ্যে দোকান ছেড়ে দিতে বলেছেন।
এ ব্যাপারে মোফাকারুল ইসলাম বলেন, মনোয়ারা বেগমকে ১০ শতক জমি লিখে দেয়ার পরও দোকানের সামনে দিয়ে আমার কয়েক শতাংশ জমি রয়েছে। তাই আমি এ জমিতে সীমানা প্রাচীর দিতে চাই।